Word প্রতিস্থাপন (Replace) করার Command

Word প্রতিস্থাপন (Replace) করার Command


আমরা এর আগে Cut, Copy, Paste ইত্যাদি শিখেছি। এর সাহা্য্যে কোন শব্দ ভুল থাকলে তা পরিবর্তন করতে পারি। কিন্তু যদি এমন হয় যে একই শব্দ অনেক জায়গায় আছে এবং সেগুলোকে পরিবর্তন করা দরকার। তাহলে একটা একটা করে পরিবর্তন করা অনেক কষ্টের হবে। আর এ কষ্ট থেকে উদ্ধার পেতে আমরা Replace Command ব্যবহার করতে পারি। আর আমি এখন তাই দেখাবো।




প্রথমেই একটি Word file open করুন যাতে লেখা আছে, অথবা একটি নতুন ওয়ার্ড ফাইল Word file খুলে তাতে লিখুন A quick brown fox jumps over the lazy dog. এবং এই লেখাটি কপি করে কয়েকবার পেস্ট করুন। অথবা অন্য কিছু লিখেন যা আপনার মন চায়। এরপর Ribbon এর Home থেকে Replace (একেবারে ডান পাশে find এর নিচে ) এ ক্লিক করুন। দেখুন, নিচের মতো Find and Replace নামে একটি box এসেছে এবং এখানে Replace ট্যাব টি খোলা আছে। এই Box এর যেখানে Find what লেখা আছে সেখানে আপনি যা পরিবর্তন করতে চান তা লিখুন।







আর পরিবর্তন করে যে শব্দটি বসাতে চান তা লিখুন Replace with এর box এ। যেমন ধরুন “A quick brown fox jumps over the lazy dog.” এর “quick ” পরিবর্তন করে “slow” বসাতে চাচ্ছেন, তবে Find what এর box লিখুন quick আর Replace with এর box লিখুন slow. এবার Replace এ ক্লিক করুন। দেখুন quick পরিবর্তন হয়ে slow হয়ে গেছে। আপনি চাইলে সব quick কে slow করতে পারেন, আর এ জন্য Replace all এ ক্লিক করুন। যদি একটি একটি করে শব্দ পরিবর্তন করতে চান তবে Find next এ ক্লিক করুন এবং হা্‌ইলাইট করা শব্দটি পরিবর্তন করতে চাইলে Replace এ ক্লিক করুন। Replace এর কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+H.






|